খবর২৪ঘন্টা ডেস্কঃ নরসিংদীর শেখেরচরে ‘গর্ডিয়ান নট’- এ নিহত আবু আব্দুল্লাহ আল বাঙালি ওরফে গোলাম মোস্তফা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বেজপাড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে। তার স্ত্রী ঢাকার গাজীপুর এলাকার শহিদুল ইসলামের মেয়ে ও মানারাত বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিল। নরসিংদী শেখেরচর ভগিরথপুর এলাকার একটি পাঁচতলা বাড়িতে তাদের আস্তানায় অভিযান চালায় পুলিশ। ওই অভিযানে তারা নিহত হন। স্বজন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, আবু আব্দুল্লাহ ওরফে মোস্তফা যশোর এমএম কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র ও সেখানে একটি ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগদানকারী প্রতিষ্ঠানে চাকরি করতো। গত ৮/৯ মাস ধরে তার চলাফেরায় সন্দেহ জাগে এলাকাবাসীর। স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ মাস আগে আবু আব্দুল্লাহ ওরফে মোস্তফা ও আকলিমা আক্তার মনি বিয়ে করেন। পড়াশোনা করায় মনি বাবার বাড়িতেই থাকতেন। গত পহেলা অক্টোবর মোস্তফা শ্বশুরালয়ে গিয়ে ৩ দিন থাকার পর স্ত্রীকে নিয়ে যশোরে চলে আসেন। এরপর থেকে তাদের আর খোঁজ ছিল না। বেজপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আহমেদ বলেন, গত ৭/৮ মাস ধরেই মোস্তফার চলাফেরা আমরা সন্দেহ করতাম। ঝিনাইদহের কালীগঞ্জ থানার ওসি ইউনূস আলী জানান, যাচাই বাছাই করার জন্য তার বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে।
খবর২৪ঘন্টা / সিহাব
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০