নিউজ ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ৩২৮ কার্টন সিগারেটসহ একজনকে গ্রেফতার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকালে দুবাই থেকে আসা মো. মঞ্জুর আলীর (২৬) কাছ থেকে এসব সিগারেট জব্দ করা হয়।
বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার বিবরণে তিনি জানান, আটক মঞ্জুর মিয়া গালফ এয়ারের একটি বিমানে (জিএফ ৫০৭) বাহারাইন থেকে ঢাকায় আসেন। তিনি এসব সিগারেট দুবাই থেকে এনেছেন বলে স্বীকার করেছেন। জব্দ করা সিগারেটের মধ্যে ইজি স্পেশাল গোল্ড, ৩০৩ এসএস ব্রাউন, ৩০৩ এসএস ব্ল্যাক ব্র্যান্ডের সিগারেট রয়েছে। জব্দ করা এসব সিগারেটের মূল্য ৯ লাখ ৮৪ হাজার টাকার মতো।
জিজ্ঞাসাবাদে মঞ্জুর এপিবিএনকে জানান, দুবাই অবস্থানরত আজগর আলী (৪৫) নামে এক ব্যক্তি চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে মো. পারভেজের কাছে এ চালান পৌঁছানোর জন্য পাঠিয়েছে।
আটক মঞ্জুর চট্টগ্রাম জেলার ফটিকছড়ি থানার পেইনদং বড় সিলোনিয়া গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের চোরাচালানবিরোধী ধারায় মামলা দায়ের করা হয়েছে।
খবর২৪ঘণ্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০