খবর২৪ঘণ্টা ডেস্ক: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, সব পক্ষ থেকে নির্বাচন পেছানোর দাবি আসছে। তবে নির্বাচন পেছানো হবে কি না তা কাল জানা যাবে।
আজ রোববার সন্ধ্যায় রাজধানীর নির্বাচন ভবন থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
এসময় নুরুল হুদা বলেন, কোন দল কি আবেদন করেছে, সে বিষয়ে আমি এখনো কিছুই জানি না। আগামীকাল সবকিছু জেনে সিদ্ধান্ত নেওয়া হবে যে নির্বাচন পেছানো হবে কি না।
এর আগে, নির্বাচনে ভোট গ্রহণের দিন এক মাস পিছিয়ে তফসিল ঘোষণার দাবি জানিয়ে ইসির কাছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি চিঠি জমা দেওয়া হয়। আজ রোববার দুপুরেই নির্বাচনে যাওয়ার ঘোষণা দেয় ঐক্যফ্রন্ট। জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই ঘোষণায় ছিলো নির্বাচন এক মাস পেছানোর দাবি।
খবর২৪ঘণ্টা, /জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০