প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে যে সহিংসতা হয়েছে, সেগুলো তদন্ত করা হচ্ছে। ব্যবস্থা নেওয়া হবে।
সোমবার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন কমিশন ভবনে কমিশনের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, বিভিন্ন স্থানে অস্ত্র প্রদর্শন করা হয়েছে এবং গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। সে বিষয়ে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। মাত্র কয়েকটি ভোট কেন্দ্রে সহিংসতা হয়েছে, তার মানে সারা দেশে নির্বাচন প্রশ্নবিদ্ধ এটা বলা যাবে না।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০