খবর২৪ঘণ্টা ডেস্ক: জাতীয় ঐক্যফ্রন্টসহ অন্যান্য জোট ও দল নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেওয়ায় সবাইকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংসদীয় বোর্ডের সভার শুরুতে সূচনা বক্তব্যে তিনি দলগুলোকে অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী বলেন, 'সংলাপে ওয়াদা করেছি যেন সবাই নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পায়। আমরা চাই নির্বাচন সুষ্ঠু ও অবাধ হোক। সবাই নির্বাচনে আসুক।'
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, নির্বাচনের মাধ্যমে উন্নয়ন ও গণতন্ত্রের ধারা অব্যাহত থাকবে। নির্বাচনে আওয়ামী লীগ উপযুক্ত প্রার্থীকে মনোনয়ন দেবে বলে এ সময় উল্লেখ করেন তিনি। সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অনুষ্ঠিত হওয়া সংলাপে ৭০টি দল ও জোটের ২৩৪ জন নেতা অংশ নেয়।
খবর২৪ঘণ্টা, /জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০