নিজস্ব প্রতিবেদক :
কোন মামলা না থাকার পরেও নেতাকর্মীদের বাসায় গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক তল্লাশী এবং আটকের অভিযোগ এনে রাজশাহী রির্টানিং অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছে বিএনপি প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট এ্যাড. ওয়ালিউল হক রানা। নির্বাচন কমিশনে ৪ টি অভিযোগ করা হয়েছে । অভিযোগগুলো হলো, গত ৪ ডিসেম্বর আনুমানিক ১২টার দিকে বিএনপি মনোনীত প্রার্থীর সমর্থকদের বাসায় বাসায় তল্লাশি, বাসায় অবস্থানরত পরিবারের সদস্যদের হুমকি দেওয়া হয়েছে। ৫ ডিসেম্বর রাত ১০টার দিকে ৩০নং ওয়ার্ডের ধানের শীষ প্রতীকের সমর্থক মিজানুর রহমানকে কোন মামলা ছাড়াই গ্রেফতার করে
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতীক বরাদ্দের আগেই নির্বাচনী প্রচারণায় নির্বাচন কমিশনের নিষেধাজ্ঞা থাকলেও আ’লীগ ও মহাজোটের প্রার্থীর নেতাকর্মীরা তা অমান্য করে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগীতায় নির্বাচনী বিভিন্ন এলাকায় ভোট চেয়ে গণসংযোগ করছে বলে অভিযোগ করা হয়েছে। বিএনপি প্রার্থীর পক্ষ থেকে দেওয়া অভিযোগগুলোর দ্রুত ব্যবস্থা গ্রহণ করে সুষ্ঠ নির্বাচনী পরিবেশ ও লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টির জন্য দাবি জানানো হয়েছে রিটার্নিং কর্মকর্তার কাছে। রাজশাহীর মহানগর বিএনপির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
খবর ২৪ ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০