পাবনা প্রতিনিধিঃ নিরাপদ সড়ক চাই (নিসচা) পাবনার আয়োজনে ঈদ পূণমির্লনী পাবনা কাচারীপাড়াস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় ঈদ পূণমির্লনী অনুষ্ঠানে সারাদেশে সড়ক দুঘর্টনায় নিহতদের স্মরণে দাড়িয়ে ১মিনিট নিরবতা পালন করা হয়।
নিরাপদ সড়ক চাই পাবনা জেলা শাখার সভাপতি খন্দ. গোলাম হাসনাইন কোয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. মোখলেছুর রহমান রাসেলের পরিচালনায় এসময় বক্তব্য দেন, নিসচা পাবনা শাখার সহ-সভাপতি আসাদুজ্জামান খোকন, মীর ফজলুল করিম বাচ্চু, আ. মান্নান ভূঁইয়া, অর্থ সম্পাদক মো. ফারুক হোসেন, দপ্তর সম্পাদক মিলন মাহবুব, তথ্য, গবেষণা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক আর কে আকাশ, সদস্য মোকাব্বর হোসেন বিজু প্রমূখ।
এসময় সহ-সাধারণ সম্পাদক মো. নাসিম হোসেন, কবির, কানন, লিটন, আওয়ালসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের ছেলে ও কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মিরাজুল মনির জয় এর প্রথম পুত্র সন্তানের জন্ম উপলক্ষে সকলকে মিস্টিমুখ করানো হয়।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০