নিজস্ব প্রতিবেদক :
নিরাপদ সড়কের দাবিতে রাজশাহী বিশ^বিদ্যালয়ের মেইন গেট সংলগ্ন রাস্তায় অবস্থান নিয়েছিল শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তারা বিশ^বিদ্যালয়ের মেইন গেটের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। তারা নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন শ্লোগান দেয়। এ সময় সড়কের দুই পাশে
বেশকিছু যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। দাবিগুলো হলো, আবরারের হত্যাকারিকে বিচারের মাধ্যমে ফাঁসি দিতে দেয়া, যাবালেনুর ও সুপ্রভাতের সকাল বাস বন্ধ করা, রাস্তায় রাস্তায় টেকিংপোষ্ট বন্ধ করা, প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের সামনে স্টপেজ দেয়া, প্রতি বাসে চালকের ছবি ও লাইসেন্স শো করা, ছাত্রদের হাফ ভাড়া নিশ্চিত করা, গুরুত্বপূর্ণ পয়েন্টে ওভার ব্রিজ নির্মাণ এবং জেব্রা ক্রসিংয়ে সিসি ক্যামেরা লাগানো।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০