খবর২৪ঘন্টা ডেস্কঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ কোস্ট গার্ড একটি অপেক্ষাকৃত নতুন বাহিনী হলেও সেটি দেশের বিশাল সমুদ্রসীমার সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে দেশের মানুষের আস্থা অর্জণেও এ বাহিনীর কাজ করছে। সরকার একটি নিরাপদ সমুদ্র অঞ্চল গড়ে তুলতে বদ্ধ পরিকর।
বুধবার (২৪ অক্টোবর) রাজধানীর হোটেল রেডিসনে এশিয়ান অঞ্চলের দেশসমূহের কোস্টগার্ড প্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সম্মেলনে মোট ২২টি সদস্য রাষ্ট্রের কোস্ট গার্ড প্রধানরা এই সম্মেলনে অংশ নিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড এশীয় অঞ্চলে অন্যান্য সংস্থার সঙ্গে একযোগে কাজ করে আমাদের সমুদ্রকে নিরাপদ রাখবে- এটাই আমার প্রত্যাশা। এজন্য আমরা সব ধরনের উদ্যোগ নেবো।
প্রধানমন্ত্রী বলেন, এ অঞ্চলের মানুষের জীবন যাপন অনেকটা সমুদ্র নির্ভর। এ কারণে সমুদ্রের নিরাপত্তা বিধান করা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শেখ হাসিনা বলেন, এ অঞ্চলের মানুষের জীবন-জীবীকার একটি বড় অংশই সমুদ্র সম্পদের ওপর নির্ভরশীল। তাই এশিয়ান অঞ্চলের বিশাল সমুদ্র ভাণ্ডার থেকে সুবিধা পেতে আন্ত:দেশীয় সহযোগিতাকে আরো বাড়াতে হবে।
খবর২৪ঘন্টা / সিহাব
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০