নিজস্ব প্রতিবেদক : নিম্নচাপের প্রভাবে রাজশাহী মহানগরীতে দিনভর ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। এতে কিছুটা হলেও জনজীবনে বিরুপ প্রভাব পড়েছে। তবে শুক্রবার ছুটির দিনে অফিস-আদালত বন্ধ হওয়ায় তেমন বেশি প্রভাব পড়েনি। এ বৃষ্টির কারণে রাজশাহীর তপ্ত আবহাওয়া শীতল হয়ে গেছে। দিনভর ঠাণ্ডা বাতাস বইছে। আজ শুক্রবার ভোর থেকেই রাজশাহীর আকাশ মেঘলা ছিল। সকাল ৯টার পর থেকে ঝিরি ঝিরি বৃষ্টি শুরু হয়। মাঝখানে খানিক জোরে বৃষ্টি পড়ার পর আবার ঝিরি ঝিরি বৃষ্টি হয়। এতে মানুষের স্বাভাবিক জনজীবনে তেমন প্রভাব
পড়েনি। ছুটির দিন হওয়ার কারণে তেমন সমস্যা হয়। সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ট ৮ ঘণ্টায় রাজশাহীতে মোট ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এ বৃষ্টিপাত শনিবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঝড় না হলেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। রাজশাহী আবহাওয়া অফিস জানায়, সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার পর্যন্ত নি¤œচাপের প্রভাবে এ বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। ঝড় না হলেও জোরে জোরে বাতাস বয়ে যাওয়া ও বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার বিকেল সোয়া ৫ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বৃষ্টি অব্যাহত ছিল।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০