নাটোর প্রতিনিধিঃ ঐতিহ্যবাহী উত্তরা গণভবন পরিস্কার করেছেন নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুন। মঙ্গলবার সকালে ১০টায় সদর উপজেলার দিঘাপতিয়া এলাকায় গণভবনের মূল ফটক, গ্রান্ডমাদার হাউস, ভিতরের আম বাগানসহ বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা পরিস্কারে স্কাউটদের সাথে যোগ দেন তিনি। জেলা প্রশাসককে দেখে স্থানীয় লোকজন এসময় পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
এসময় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাজ্জাকুল ইসলাম, এনডিসি অনিন্দ্য মন্ডল, নাটোর প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন, গণভবন কর্মকর্তা ইব্রাহীম হোসেন প্রমুখ।
উল্লেখ্য, আগামী ৮ মার্চ মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম দুই দিনের সফরে নাটোর আসছেন। সফরকালে তিনি বার্সিক কর্মসম্পাদন চুক্তি সংক্রান্ত প্রশিক্ষণ, গণভবন ব্যবস্থাপনা কমিটি ও প্রশাসন ক্যাডারে কর্মরতদের সাথে মতবিনিময়সহ বিভিন্ন কর্মসূচীতে অংশগ্রহন করবেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও গণভবনের গ্রান্ডমাদার হাউস লেক, রাণীমহল, হরিণচুড়া ও আম্রকাননসহ বিভিন্ন এলাকা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ঘোষণা করবেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০