নিউজ ডেস্ক: রাজধানীর কদমতলীর ডি অ্যান্ড ডি প্রজেক্টের খালে পড়ে নিখোঁজ হওয়া আশা মনির মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটির মরদেহ উদ্ধার করতে সক্ষম হয়। গত ১ ফেব্রুয়ারি নিখোঁজ হয়েছিল শিশুটি।
ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, কয়েকদিনের নিরবচ্ছিন্ন চেষ্টায় আজ দুপুর ১ টা ৩৫ মিনিটে ফায়ার ডুবুরি দল আশা মনির মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, গত শনিবার বিকেলে বাসার পাশের ছোট ফাঁকা জায়গায় সমবয়সী আব্দুল্লাহ, ফরহাদ, নাঈম ও ইব্রাহিমকে নিয়ে বল খেলছিল আশা মনি। একপর্যায়ে বলটি খালের পানির ওপর জমে থাকা ভারী ময়লার স্তূপের ওপর গেলে আশা মনি তা কুড়িয়ে আনতে যায়। পরে ময়লা সরে গেলে ডুবে যায় শিশুটি। সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধারে চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে যোগ দেয় তাদের সঙ্গে।
আশা মনির বাবা মো. এরশাদ পরিবার নিয়ে কদমতলীর মেহাম্মদবাগ এলাকায় থাকেন। তার একটি মুদির দোকান রয়েছে। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলায়।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০