নাটোর প্রতিনিধি : আট মাসেও সন্ধান মেলেনি নাটোরের বাগাতিপাড়ায় নিখোঁজ সুমি খাতুন (১৫) নামের বাক প্রতিবন্ধী মেয়ে। নিখোঁজ সুমি খাতুন উপজেলার দয়ারামপুর ইউনিয়নের তালতলা গ্রামের দরিদ্র কৃষক খোদাবক্সের মেয়ে।
গত বছর ৩ এপ্রিল অনুমান সকাল ৮ টার সময় বাড়ির কাউকে কোন কিছু না বলে কোথায় চলে গেছে। পরে আত্মীয়-স্বজনদের বাড়িসহ সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে এ ব্যাপারে ১০ এপ্রিল বাগাতিপাড়া মডেল থানায় একটি ডায়েরি করেছেন মেয়ের পিতা খোদাবক্স। ডায়েরি নং-৩৩৬।
খোদাবক্স জানান মেয়ে জন্ম থেকেই বাক প্রতিবন্ধী জানান গত বছর ৩ এপ্রিল সকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে তার মেয়ে বের হয়ে যায় মেয়ের উচ্চতা ৪ ফুট, গায়ের রং শ্যামলা, মাথার চুল লম্বা, তার পরনে ছিলো সেলোয়ার-কামিজ মেয়েকে অনেক খোঁজখুঁজি করে এখনো পাননাই।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন বলেন সুমির সন্ধান পেতে ইতোমধ্যে আমরা সব থানাতে তার ছবি সহকারে ম্যাসেজ পাঠিয়েছি,সুমির সন্ধান পেতে আমাদের জোর প্রচেষ্টা অব্যাহত আছে।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০