পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে ৯ ডিসেম্বর মধ্যরাতে ঢাকা ছাড়ে বাংলাদেশ দল। লম্বা সময়ের ভ্রমণ শেষে ১০ ডিসেম্বর সকালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পৌঁছে টাইগাররা।
নিউজিল্যান্ড পৌঁছে অবশ্য আইসোলেশনে প্রবেশ করেছে দলের সবাই। শুক্রবার থেকে সাতদিন থাকতে হবে কোয়ারেন্টিনে। এই সময়ে তিনবার হবে কোভিড টেস্ট। সবগুলো পরীক্ষার টেস্ট নেগেটিভ এলে অনুমতি মিলবে অনুশীলনের।
৭ দিনের কোয়ারেন্টিনের প্রথম দিন শেষে টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন জানালেন তারা ভালো আছেন।
আজ (১১ ডিসেম্বর) এক ভিডিও বার্তায় খালেদ মাহমুদ বলেন,
আজকে আমাদের কোয়ারেন্টিনের প্রথম দিন। সকালে ঘুম থেকে ওঠার পরপরই ডাক্তার ও দুই নার্স এসেছিলেন আমাদের জ্বর মাপার জন্য এবং বাকি সব খোঁজখবর নেওয়ার জন্য। প্রথম যখন এখানে (নিউজিল্যান্ড) এসে পোঁছালাম কারও সাথে ওইভাবে দেখা হয়নি, ভিডিও কল ছাড়া।
তিনি আরও বলেন, “কঠিন সময়… পাকিস্তানের বিপক্ষে খেলার পর কঠিন সময় যাচ্ছে। আমার মনে হয় আর দুই-তিনদিন কষ্ট করতে হবে তারপর গ্রুপ হিসেবে অনুশীলন করতে পারব। জিম দিয়ে শুরু করব তারপর আস্তে আস্তে ট্রেনিং শুরু করব। এছাড়া আমরা ভালো আছি, সুস্থ আছি।
নিউজিল্যান্ড সফরে দুইটি টেস্ট খেলবে বাংলাদেশ। যার প্রথমটি মাঠে গড়াবে ১ জানুয়ারি। তবে সেরা প্রস্তুতি নিতে ও কোয়ারেন্টিন সময়সীমার কথা মাথায় রেখে ৩ সপ্তাহ আগেই দেশ ছাড়ে টাইগাররা।
যদিও ১৪ দিনের কোয়ারেন্টিন এখন নেমে এসেছে ৭ দিনে। সিরিজ শুরুর আগে দুইটি প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০