স্পোর্টস ডেস্ক: কথায় আছে-অভিজ্ঞতা বাজারে কিনতে পাওয়া যায় না। রস টেলরের বেলায় এই কথাটা শতভাগ খাটে। বয়স ৩৫ পেরিয়েছে। কিন্তু যত অভিজ্ঞ হচ্ছেন, ততই ধারাবাহিক হচ্ছেন নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান।
বলতে গেলে একাই দলকে টেনে নিয়ে যাচ্ছেন ম্যাচের পর ম্যাচ। সিরিজের প্রথম ওয়ানডেতে তার দুরন্ত এক সেঞ্চুরিতে ভর করে ভারতের ৩৫৭ রানের পাহাড়সমান পুঁজিও টপকে গিয়েছিল নিউজিল্যান্ড।
এবার দল যখন চরম বিপদে, আরও একবার আস্থা হয়ে দাঁড়াল রস টেলরের ব্যাট। অকল্যান্ডের সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৯৭ রান তুলতেই ৮ উইকেট হারিয়ে ফেলেছিল কিউইরা।
টেলরের হার না মানা ৭৩ রানে সেই দলটিই দাঁড় করাল ৮ উইকেটে ২৭৩ রানের লড়াকু সংগ্রহ। নবম উইকেটে লোয়ার অর্ডারের কাইল জেমিসনকে (২৪ বলে অপরাজিত ২৫) নিয়ে ৭৬ রানের অবিচ্ছিন্ন এক জুটি গড়লেন টেলর, সেটাও প্রায় ৯ রানরেটে।
নিউজিল্যান্ড অবশ্য শুরু থেকেই এমন বিপদে ছিল না। মার্টিন গাপটিল আর হেনরি নিকোলস উদ্বোধনী জুটিতে দলকে তুলে দিয়েছিলেন ৯৩ রান। ৪১ রান নিকোলস ফিরলে ভাঙে এই জুটি। এরপর ২২ রান করে সাজঘরের পথ ধরেন ওয়ানডাউনে নামা টম ব্লান্ডেল।
তারপরও কিন্তু ২ উইকেটেই ১৫৭ রান তুলে ফেলেছিল কিউইরা। সেখান থেকে হঠাৎ ধস। ৭৯ বলে ৮ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৭৯ রান করা গাপটিল রানআউটের কবলে পড়ার পরই খেই হারিয়ে ফেলে স্বাগতিকরা। ৪০ রানের মধ্যে হারায় ৬টি উইকেট।
তবে হাল ছাড়েননি টেলর। জেমিসনকে নিয়েই খেলে গেছেন শেষ ওভার পর্যন্ত। ৭৪ বলে ৬ চার আর ২ ছক্কায় ডানহাতি এই ব্যাটসম্যান অপরাজিত থাকেন ৭৩ রানে।
ভারতের পক্ষে ৫৮ রানে ৩টি উইকেট নিয়েছেন ইয়ুজবেন্দ্র চাহাল। ৬০ রান খরচায় ২ উইকেট শিকার শার্দুল ঠাকুরের।
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০