মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: না ফেরার দেশে চলে গেলেন নওগাঁর মহাদেবপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক আবেদ আলী মন্ডল। গতকাল সোমবার (৯ ডিসেম্বর) বিকালে নিজ বাসা রামচন্দ্রপুর গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন থেকে তিনি বিভিন্ন রোগে অসুস্থ ছিলেন, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।
তিনি উপজেলার সুনামধন্য মহিষবাথান উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নিয়োজিত ছিলেন এবং সেই সময় থেকেই সাংবাদিকতা পেশা শুরু করেন। সাংবাদিকতার মাধ্যমে সমাজ সংস্কারে বেশ সুনাম কুরিয়েছেন। তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক জনতা, বগুড়া থেকে প্রকাশিত দুর্জয় বাংলা পত্রিকায় মহাদেবপুর উপজেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা করতেন। জেলার সকল সাংবাদিকগণ প্রবীণ সাংবাদিক আবেদ আলী মন্ডলকে চাচা বলে ডাকতেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী পুত্র কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শোকাহত পরিবারের প্রতি কর্মরত সকল সাংবাদিকগণ সমবেদনা জ্ঞাপন করেছেন।
বিএ..
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০