খবর২৪ঘণ্টা ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজলায় একটি মসজিদ থেকে দিদারুল ইসলাম (২৬) নামে এক ইমামের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত দিদারুল ইসলামের বাড়ি খুলনার তেরখাদা উপজেলায়।
আজ বৃহস্পতিবার ভোরে মল্লিকেরপাড়া এলাকায় জামে মসজিদের বারান্দা থেকে ওই ইমামের লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় জিয়াউদ্দিন নামে এক মুসল্লি জানান, আজ ভোরে ফজরের আজান না দেয়ায় এলাকার মুসল্লিরা মসজিদে খোঁজ করতে গিয়ে ইমামে গলাকাটা লাশ বারান্দায় পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
তিনি বলেন, ঈদের ছুটিতে তিনি বাড়ি গিয়েছিলেন। মঙ্গলবার মসজিদে কাজে যোগ দেয়ার একদিন পরেই এ ঘটনা ঘটল।
সোনারগাঁও থানার ওসি মনিরুজ্জামান মনির গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ওই ইমামের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০