খবর২৪ঘণ্টা, ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় বিসিক শিল্পনগরীর ফকির নিটওয়্যার নামে একটি গার্মেন্টসের শ্রমিকরা উৎপাদন মজুরি বাড়ানোর দাবিতে ভাঙচুর ও বিক্ষোভ করেছে। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে ওসি-পুলিশ সদস্যসহ প্রায় অর্ধশতাধিক শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।
আজ সোমবার দুপুর ১২টার দিকে শ্রমিকদের দাবি না মেনে গার্মেন্টস ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে শ্রমিকরা গার্মেন্টস ভাঙচুর ও বিক্ষোভ মিছিল বের করে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের গণমাধ্যমকে জানান, উৎপাদন মজুরি বাড়ানোর বিষয়ে শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের কিছুদিন ধরেই উত্তেজনা চলছিল। দুপুরে শ্রমিকদের দাবি না মেনে গার্মেন্টস ছুটি ঘোষণা করায় শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে গার্মেন্টস ভাঙচুর ও বিক্ষোভ করে। এতে বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে শ্রমিকরা ইট-পাটকেল নিক্ষেপ করলে আমিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বলেও জানান ওসি মঞ্জুর।
খবর২৪ঘণ্টা.কম/জন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০