খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: বান্দ্রার পাঁচতারা এক হোটেলে তাঁর নামে রয়েছে রুম বুক। সন্ধ্যায় সেখানের এক অনুষ্ঠানে আসবেন নায়িকা। রাতটা কাটিয়ে বাড়ি ফিরবেন। তাই সাতপাঁচ না ভেবে উর্বশী রওতেলার নামে হোটেল কর্তৃপক্ষ ঘরের বুকিং নিয়ে নেন। কিন্তু গোল বাধে অভিনেত্রীকে সেকথা বলতে গিয়ে।
নায়িকা জানান, হোটেলে কোন রুমই তিনি বুক করেননি। শেষে খোঁজ করে জানা যায়, গোটাটাই ফেক। শুধু তাই নয়! এই কাজে ব্যবহার করা হয়েছে উর্বশীর জাল আধার কার্ডও।
সম্প্রতি বান্দ্রার এক হোটেলে তাঁর নামে রুম বুক করা হয়। হোটেল কর্মী এসে নায়িকাকে সে কথা জানাতেই চমকে ওঠেন তিনি। জানান কোনও ঘরই তিনি বুক করেননি। এরপরই পুলিশের দ্বারস্থ হন সুন্দরী। কারণ হোটেল রুমটি বুক করার জন্য ব্যবহার করা হয়েছে নায়িকার আধার কার্ড। যা জাল।
অভিনেত্রীর অভিযোগের ভিত্তিতে শুরু হয়েছে তদন্ত। পুলিশ সূত্রের খবর অনলাইনে বুকিং করা হয়েছিল রুমটি। তবে ব্যক্তিটি কে তা এখনও জানা যায়নি। চলছে তার অনুসন্ধান।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০