বিনোদন ডেস্ক :
ঢাকার চলচ্চিত্র এখন বেশ সংকটে। দিনে দিনে কমছে ছবি নির্মাণের সংখ্যা, যার হাওয়া লেগেছে ঢালিউডের নায়িকাদের গায়েও। অনেক নায়িকার হাতেই নিয়মিত ছবি নেই। তাঁদের মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা কমেছে। কোনো কোনো নায়িকার সবশেষ ছবি মুক্তি পেয়েছে ছয় মাস, এক বছর বা তারও বেশি সময় আগে। কিন্তু হঠাৎই এই মাসে প্রথম সারির বেশ কজন নায়িকার ছবি মুক্তি পাচ্ছে। হঠাৎ যেন সুবাতাস বইতে শুরু করেছে ঢাকার চলচ্চিত্রাঙ্গনে। এ মাসে মুক্তিপ্রাপ্ত ছবির নায়িকাদের তালিকায় আছেন মৌসুমী, বিদ্যা সিনহা মিম, মাহিয়া মাহি, নুসরাত ইমরোজ তিশা, পরীমনি ও আঁচল।
৮ ফেব্রুয়ারি ৩০ থেকে ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আমার প্রেম আমার প্রিয়া’। যদিও এই ছবির কাজ শুরু হয়েছিল প্রায় বছর তিনেক আগে। রোমান্টিক কমেডিতে ঠাসা ছবিটি নিয়ে আশাবাদী পরী। বলেন, ‘ভক্ত-দর্শক অনেক দিন বড় পর্দায় আমাকে পাননি। আমার ছবি নিয়ে তাঁদের অপেক্ষা আছে। তা ছাড়া এখানকার শ্যামলী সিনেপ্লেক্স, বলাকা, মধুমিতা, ব্লকবাস্টার, যশোরের মণিহার, চট্টগ্রামের সিলভার স্ক্রিনসহ দেশের সব বড় হলে আমার ছবি মুক্তি পাচ্ছে।’একই দিন তারেক সিকদার পরিচালিত মিম ও আঁচল অভিনীত ‘দাগ হৃদয়ে’ ছবিটি মুক্তি পাচ্ছে। পরীর মতো মিমেরও প্রায় এক বছর পর নতুন ছবি আসছে। ছবিটি নিয়ে ভালো প্রত্যাশা থাকলেও আরও আগে মুক্তি দরকার ছিল বলে মনে করেন মিম।
এই অভিনেত্রী বলেন, ‘ছবির গল্প ভালো। কাজও ভালো হয়েছে। তবে শুটিং আগের, মুক্তি আরও আগে হলে ভালো হতো।’ প্রায় দুই বছর পর নতুন ছবি আসছে এই ছবির আরেক নায়িকা আঁচলের। ২০১৭ সালের শুরুর দিকে তাঁর সবশেষ ছবি ‘সুলতানা বিবিয়ানা’ মুক্তি পায়। ছবিটি নিয়ে আঁচল বলেন, ‘শুটিং শেষ করার এত দিন পর ছবিটি মুক্তি পাচ্ছে, কিছু বলার নেই।’
১৫ ফেব্রুয়ারি প্রায় ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তির কথা আছে তৌকীর আহমেদের ‘ফাগুন হাওয়ায়’ ছবিটির। হালদা মুক্তির প্রায় বছরখানেক পর তিশার নতুন ছবি ফাগুন হাওয়ায় মুক্তি পাচ্ছে। ছবিটি নিয়ে দারুণ আশাবাদী তিশা। তিনি বলেন, ‘বায়ান্নর ভাষা আন্দোলন ঘিরে ছবির গল্প। তাই সেই সময়কার জীবনযাপন, কথা বলার ভঙ্গি যেমন—সেভাবেই নিজেকে তৈরি করতে হয়েছে। সেই সময়ে নিজেকে নিতে হয়েছে। সত্যি কথা কি, ভিন্ন কিছু করেছি।’ একই দিন মৌসুমী অভিনীত রাত্রির যাত্রী ছবিটি মুক্তি পাচ্ছে। মাস ছয়েক আগে মুক্তি পাওয়া তাঁর সবশেষ ছবি ছিল মেঘকন্যা। হাবিবুল ইসলাম হাবিব পরিচালিত ছবিটি দেশের প্রায় ৪০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।
মাহিয়া মাহি অভিনীত মুক্তি পাওয়া সবশেষ ছবি ‘পবিত্র ভালোবাসা’। তা–ও মাস ছয়েক আগে। ২২ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি অন্ধকার জগত। এটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। ছবিটি নিয়ে প্রত্যাশার কথা বলতে গিয়ে মাহি বলেন, ‘সেন্সর বোর্ড থেকেও ছবিটির প্রশংসা করা হয়েছে। তা ছাড়া খোকন স্যারের কাজও ভালো। দেখা যাক কী হয়।’ এই মাসে তো মৌসুমী, মিম, পরীমনি, তিশা ও আঁচলের ছবিও মুক্তি পাচ্ছে। কার ছবি দেখার ইচ্ছা আছে, জানতে চাইলে মাহি বলেন, মিম ও পরীমনির ছবি দেখার ইচ্ছা আছে।চলতি মাসের তিন সপ্তাহজুড়ে এসব তারকার ছবি মুক্তি পাচ্ছে। তারকারা নিজ নিজ ছবি নিয়ে ভালো প্রত্যাশা করলেও কোন তারকার ছবি এগিয়ে থাকবে, তা দর্শকেরাই নির্ধারণ করবেন।
খবর ২৪ ঘণ্টা/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০