নিজস্ব প্রতিবেদক :
এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট এসিডি বেসরকারি উন্নয়ন ও মানবাধিকার সংস্থা হয়েও নারী নির্যাতন প্রতিরোধ ও শিশু সুরক্ষায় নানামুখি পদক্ষেপ গ্রহন করে কাজ করছে। স্থানীয় সিভিল সোসাইটির একটি অংশের উদ্যোগে কর্মএলাকার ভূমিহীন, দরিদ্র, সুবিধাবঞ্চিত দুস্থ নারী, কিশোর ও শিশুদের অবস্থা এবং অবস্থানের উন্নয়নের লক্ষ্যে ১৯৮৯ সাল থেকে কাজ করে চলেছে। সমাজের পিছিয়ে পড়া, নির্যাতিত, নিপীড়িত তথা সমাজে সুবিধা বঞ্চিত নারী, শিশু ও কিশোরীদের দক্ষতা বৃদ্ধি, তাদের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের বৃদ্ধির মাধ্যমে বৈষম্য নিরসন, মানবাধিকার রক্ষাসহ তাদের মানসিক, শারীরিক ও বুদ্ধিবৃত্তির বিকাশের সুযোগ নিশ্চিত মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠা, দারিদ্র্য বিমোচন ও শিক্ষার হার বৃদ্ধির ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে চলেছে।
সেভ দা চিলড্রেন ইন্টারন্যাশনাল সংস্থার আর্থিক সহায়তায় ২০১৭ সাল থেকে শিবগঞ্জ, গোদাগাড়ি ও রাজশাহী সিটি কর্পোরেশনের বস্তি এলাকা ও হরিজন পল্লিতে ৫০০০ শিশুকে টার্গেট করে একটি প্রকল্পের কাজ শুরা করেছে।
ইয়োথ ১২০ জন, বাবা-মা ৬০ জন, শিক্ষক ১০ জন, স্থানীয় সরকারসহ সরকারী কর্মকর্তা ৪০ জন, স্থানীয়ভাবে প্রভাব বিস্তারকারী ব্যক্তি ১০০ জন, সুশিল সমাজ এবং স্থানীয় ব্যক্তিবর্গ ৬৭০ জন।
স্কুল পর্যায়ে শিশুদের প্রতি শারীরিক ও মানসিক নির্যাতনের পরিস্থিতি, এলাকায় সেক্সুয়াল এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা পরিস্থিতি, বাল্য বিবাহ, শিশু সুরক্ষার অবস্থা চিহ্নিত করা, অধিকার ভিত্তিক এবং জনসচেতনতা বৃদ্ধিমূলক (টিএফডি) নাটক প্রদর্শন, বাল্য বিবাহ রোধ করা এবং বাল্য বিবাহের কুফল সম্পর্কে সকলকে সচেতন করা, শিশুদের প্রতি শারিরীক ও মানসিক সহিংসতা হ্রাস করণে স্কুল এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহের সাথে সমন্বয়ের মাধ্যমে ভয়মূক্ত শিক্ষার জন্য আলোচনা সভা, সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা দল সক্রিয় করণ এর মাধ্যমে শিশুদের প্রতি সহিংসতা হ্রাস করণ (তাদের সাথে নিয়মিত মিটিং, বিভিন্ন দক্ষতা উন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান), উপজেলা ও জেলা শিশু কল্যাণ বোর্ড সক্রিয় করণ এর মাধ্যমে শিশুদের সুরক্ষা নিশ্চিত করা, উপজেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটি সক্রিয় করণ এর মাধ্যমে নারী ও শিশুদের প্রতি সহিংসাত হ্রাস করা।
উপরোক্ত কার্যক্রমসমূহ বাস্তবায়নের মাধ্যমে ২০১৭ সালের জানুয়ারী থেকে ডিসেম্বর মাস পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের খরবোনার বস্তি এলাকা ও ১১ নং ওয়ার্ডের হরিজন পল্লি, গোদাগাড়ি উপজেলার চৈতন্যপুর ও বিজয়নগর এলাকা এবং শিবগঞ্জ উপজেলার মনাকষা ও বিনোদপুর ইউনিয়নে যা যা অর্জন হয়েছে তা নি¤েœ উল্লেখ করা হল-অর্জনসমূহগুলো সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা দল, ইয়োথ দল এবং শিশু অধিকার ফোরামের সহায়তায় বাল্য বিবাহ প্রতিরোধ করে ৩৮টি, ১৩৩ জন ঝরে পড়া শিশুকে পুন:রায় স্কুলে ভর্তি করে, ২০৯ জন শিশুর জন্ম নিবন্ধন নিশ্চিত করেছে, ৪জন প্রতিবন্ধি শিশুকে হুইল চেয়ার পেতে সহায়তা করেছে, ৩২৫ জন দরিদ্র পরিবারের শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা পেতে সহায়তা দিয়েছে, ১৫ জন দরিদ্র পরিবারের শিশুকে চাঁদা উত্তোলনের মাধ্যামে লেখাপড়া এবং চিকিৎসার জন্য ৩২০০০ টাকা আর্থিক সহায়তা দিয়েছে, ২৭৫৫ জন বাবা-মা এবং ৬৯০ জন শিশুকে শিশুদের অধিকার এবং তাদের সুরক্ষা, বাল্য বিবাহের কুফল এবং মাদকের কুফল সম্পর্কে সচেতন করেছে, ৬০ জন বাবা-মাকে দৈনন্দিন শিশু লালন-পলনে ইতিবাচক নিয়মানুবর্তীতার প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে শিশুদেরকে আঘাত না করে লালন-পালন করছে।
উল্লেখ্য এসিডির জরিপ এবং বিভন্ন জাতীয় এবং স্থানীয় পত্রিকা হতে সংগৃহীত তথ্যের ভিত্ততে জানা যায় রাজশাহী এবং চাপাই নবাবগঞ্জ জেলায় ২০১৭ ইং খ্রি: নারী ও শিশুদের প্রতি সহিংসতার চিত্র নি¤œরূপঃ-
শিশু হত্যা-৪, হত্যার চেষ্টা-৪, শিশু ধর্ষণ-২১, ধর্ষণের চেষ্টা-১২, পাচার-১, অপহরণ-১৮, আত্মহত্যা-৩১, আতœহত্যার চেষ্টা-৫, যৌন হয়রানী-৩১, অন্যান্য সহিংসতা-৫৫ জন।
খবর২৪ঘণ্টা/এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০