খবর২৪ঘণ্টা ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একটি মাইক্রোবাস উল্টে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো একজন।
আজ রোববার সোনারগাঁওয়ের বৈরাবরটেক এলাকায় ভোরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আড়াইহাজার উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো: শহীদুল্লাাহ মোক্তার (৫০), আড়াইহাজারের বাঘানগর এলাকার মো: মোমেন (৫৫), একই উপজেলার মারুয়াদী গ্রামের মো: রাজু (৪৫) ও বড় ফাউসা গ্রামের মো: রিপন (৩৫)। আহত আরিফুর রহমান রবিনকে (৩০) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থাও গুরুতর বলে জানা গেছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘন কুয়াশার কারণে নারায়ণগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো-ঘ ১৫-৪৫৮৩) নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয়। ধারণা করা হয় নিহতরা মাদকসক্ত ছিলেন। তাদের বাড়ি আড়াইহাজারে বলে তৎক্ষণাৎ জানা গেছে।
তিনি আরো জানান, নিহতদের স্বজনরা কোনো কিছু না জানিয়েই তাদের লাশ নিয়ে যায়।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০