খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: নারায়ণগঞ্জের বন্দরে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
বুধবার (১৭ জানুয়ারি) ভোরে বন্দরের ধামগড় ইউনিয়নের বালিগাও এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, স্থানীয় নুরুল আলমের বাড়ির আশ-পাশে ভোরের দিকে কয়েকজন যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। রাত থেকে তারা ঘোরাফেরা করছিলেন। পরে স্থানীয়রা তাদেরকে ডাকাত আখ্যা দিয়ে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই দু'জনের মৃত্যু হয়
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০