মাগরিবের নামাজরত অবস্থায় ভ্যান চুরি হয়ে গেছে ভ্যানচালক নাজিমুদ্দিনের (৫০)। তিনি পুঠিয়ার ধনন্ঞ্জয় পাড়া গ্রামের আজমত আলীর ছেলে।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) মাগরিবের নামাজের সময় উপজেলা পরিষদ চত্বরের মসজিদের সামনে থেকে তার ভ্যানটি চুরি হয়।
ভ্যানচালক নাজিমুদ্দিন জানান, মাগরিবের আজান শুনে উপজেলা পরিষদ চত্বরের মসজিদে নামাজ পড়তে যান তিনি। এসময় তার ভ্যানটি মসজিদের সামনে একটি গাছের সাথে বেঁধে রাখেন। নামাজ শেষে বাহিরে এসে দেখেন তার ভ্যানটি চুরি হয়ে গেছে। তার সংসার চলে ভ্যান চালিয়ে উপার্জনের টাকায়। তিনি আরও জানান, তার ভ্যানটির মূল্য পন্ঞ্চাশ হাজার টাকা।
উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম হীরা বাচ্চু বলেন, মসজিদ চত্বরসহ পুরো এলাকা সিসি ক্যামেরার আওতায় আছে। আমরা তার হারিয়ে যাওয়া ভ্যানটি খুঁজে বের করার চেষ্টা করছি।
বিএ/
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০