পুঠিয়া প্রতিনিধি : সারাদেশের ন্যায় রাজশাহীর পুঠিয়া উপজেলায় নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। "সময় এখন নারীর: উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরের কর্ম-জীবন ধারা" এই শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়। এ উপলক্ষে পুঠিয়ায় র্যালী ও আলোচনা সভাঅনুষ্ঠিত হয়।
বিভিন্ন পেষার নারী, স্কুল কলেজের ছাত্রীরাও এই র্যালীতে যোগ দেন। বৃহস্প্রতিবার সকাল ১০টার দিকে পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মাহমুদ এর নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। দিবসটি উপলক্ষে এক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সহ উপজেলার কর্মকর্তা কর্মচারী বৃন্দ। পরে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা ও বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা প্রমুখ।
খবর২৪ঘণ্টা.কম/রখ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০