শেরপুর (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শেরপুরে প্রেমের টানে দুই সন্তান নিয়ে প্রেমিকের সঙ্গে উদাও হয়েছে জুলেখা খাতুন (৩০) নামের দুই সন্তানের জননী। দুই নাতনীকে ফিরে পেতে দাদা ধলু শেখ গত ২ সেপ্টেম্বর শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সুত্রে জানা যায়, শেরপুর পৌরসভার উত্তরসাহাপাড়া এলাকার ধলু শেখের ছেলে জুয়েলের স্ত্রী দুই সন্তানের জননী জুলেখা খাতুনের সাথে অজ্ঞাত ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ৩১ আগস্ট দুপুরে দুই মেয়েকে নিয়ে প্রেমের টানে ওই অজ্ঞাত ব্যাক্তির সঙ্গে পালিয়ে যায়। অনেক খোঁজাখুজি করেও না পেয়ে দুই নাতনীকে ফিরে পেতে দাদা ধলু শেখ গত ২ সেপ্টেম্বর শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে শেরপুর অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, আমরা অভিযোগ পেয়েছি। উদ্ধারের চেষ্টা চলছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০