বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের গান গাওয়া নতুন কিছু নয়। তবে তিনি তার ৯ বছর বয়সী নাতনির সঙ্গে প্রথমবার কণ্ঠ মিলিয়েছেন। বৃহস্পতিবার সকালে অমিতাভ বচ্চন টুইটারে ছবি পোস্ট করে বিষয়টি জানিয়েছেন। ছবিতে দেখা যাচ্ছে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের উপস্থিতিতে তাদের মেয়ে আরাধ্য বচ্চনের সঙ্গে গান রেকর্ডিং করছেন দাদা অমিতাভ বচ্চন।
ছবির ক্যাপশনে ‘বিগ বি’ লেখেন, যখন নাতনি এবং দাদা একসঙ্গে স্টুডিওতে মাইকের সামনে দাঁড়ায় এবং গান করে।
অমিতাভের নিজের বাংলো জলসার ভেতরেই এই রেকর্ডিং স্টুডিওটি অবস্থিত। এর আগে বেশকিছু সিনেমায় অমিতাভ বচ্চনের গান শোনা গিয়েছিল। সে তালিকায় রয়েছে- ‘টিন’, ‘কাহানি’, ‘পা’, এবং ‘ভগবান’। গানগুলো সবাই পছন্দ করেছিল। তবে এখন নিজের নাতনির সঙ্গে কেমন গাইলেন ‘শাহেনশাহ’, সেটাই দেখবার বিষয়।
জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০