নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলার ২০১৭-১৮ অর্থ বছরে বিশেষ এলাকা উন্নয়নের জন্য সহায়তায় ক্ষুদ্র নৃ-গোষ্টির ছাত্রছাত্রী মাঝে শিক্ষা উপকরন, বাইসাইকেল বিতরন ও ভিক্ষুক পুনর্বাসন অনুষ্ঠান হয়েছে। সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজিত ক্ষুদ্র নৃ-গোষ্টির ছাত্রছাত্রীদের মাঝ শিক্ষা উপকরণে ৩শতটি ইংরেজি ডিসনারী ও বাংলা অভিধানিক বই, ৫০টি বাইসাইকেল, ১শতটি স্কুল ব্যাগ, ১৪জন ভিক্ষুক কে একটি করে দোকান ৩০হাজার টাকা প্রধান অতিথি থেকে তুলে দেন নাটোর-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শিমুল।
এসময় অন্যন্যোর মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আকতার ববানু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম পিপি, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলিপ কুমার দাস, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন আনু, জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক আকরামুল ইসলাম, জেলা যুবলীগের সাধারন সম্পাদক রুহুল আমিন বিপ্লব, তেবারিয়া ইউনিয়ানের চেয়ারম্যান ওমর আলী প্রধান, আদিবাসি নেতা নরেশ ওরাউ প্রমুখ।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০