নাটোর প্রতিনিধিঃ নাটোরের লালপুরে নব বিবাহিতা কন্যা ৬ দিন যাবত নিখোঁজ রয়েছে। স্থানীয় সুত্রে জানা যায়, নাটোরের লালপুর উপজেলার মহারাজপুর গ্রামের মহির উদ্দিনের মেয়ে ফাতেমা খাতুন (১৫) ।
গত ১৫ এপ্রিল বিকেলে নাগশোষা গ্রামের মৃত তেজেন খানের মেয়ে হাজেরার বাড়ীতে বান্ধবির সাথে দেখা করতে এসে আর ফিরে যায় নি। মেয়ের বাবা মহির উদ্দিন জানায়, ১৫/২০ দিন আগে রাজশাহী জেলার বাঘা উপজেলার সুলতানপুর গ্রামের মেহের আলীর ছেলের সাথে ফাতেমার বিয়ে হয়েছে। সে ১৫ এপ্রিল বান্ধবির বাড়িতে বেড়াতে এসে ফিরতে দেরি হলে খোঁজা খুঁজি করি, ৬ দিন হলেও এখনও তাকে পাওয়া যায় নি। আমার মেয়েকে হাজেরার মেয়ে দিপালী কৌশলে অপহরন করেছে। হাজেরার বাড়ির সবাই পালিয়েছে বলেও তিনি জানান।
এ ব্যাপারে বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিছুর রহমান জানান, মেয়ের পরিবারকে থানায় অভিযোগ করতে পরামর্শ দেয়া হয়েছে।তবে এ রির্পোট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ করা হয়নি।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০