নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে উপজেলার বনপাড়া শহর যুব মহিলা লীগের বার্ষিক সম্মলন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বেগম রোকেয়া উচ্চ বিদ্যালয়ে বনপাড়া শহর যুব মহিলা লীগের কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাটোর-৪ আসনের সাংসদ ও জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগ সহ-সভাপতি কোহেলি কুদ্দুস মুক্তি, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আঃ জলিল, জেলা যুব মহিলা লীগ সাধারন সম্পাদিকা পারুল আক্তার, বড়াইগ্রাম উপজেলা যুব মহিলা লীগ সভাপতি আফরোজা মজুমদার শিল্পী, নগর ইউপির চেয়ারম্যান ও বড়াইগ্রাম উপজেলা যুব মহিলা লীগ সাধারন সম্পাদক ইয়াসমিন আক্তার ঢালু এবং উপজেলা যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক সুরাইয়া আক্তার কলিসহ প্রমুখ।
আগামি তিন বছরের জন্য যুব মহিলা লীগের কমিটি সভাপতি নির্বাচিত হয় রাবেয়া বেগম ও সাধারন সম্পাদক পারুল রেজা।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০