বড়াইগ্রাম প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামে ট্রাক চাঁপায় আছের উদ্দিন(৭০) নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। সোমবার বিকেলে বনপাড়া-নাটোর মহাসড়কের আহম্মেদপুর এলাকায় এ দূর্ঘটনার ঘটনা ঘটে। নিহত আছের উদ্দিন জেলার গুরুদাসপুর উপজেলার আলীপুর গ্রামের মৃত বেনায়েত উল্লাহ সরদারের ছেলে।
ঝলমলিয়া হাইওয়ে থানার ইনচার্জ শরিফুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক পারাপারের সময় রাজশাহী থেকে ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০