নাটোর প্রতিনিধিঃ নাটোরের বড়াইগ্রামের কুরশাইট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ইভটিজিং নামে যৌন সন্ত্রাস ও মাদক বন্ধের দাবিতে র্যালী ও মানববন্ধন করেছে। সোমবার সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত একঘন্টা ব্যাপী শিক্ষার্থীদের এই মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীরাও অংশ নেয়। এ সময় বক্তব্য রাখেন, নগর ইউনিয়ন আ’লীগ সভাপতি ইয়াসিন আলী সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা জামাল, ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কুদ্দুস, সহকারী প্রধান শিক্ষক ইসরাফিল হক, সহকারী শিক্ষক মহসিন আলীসহ বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী ও অভিভাবক।
উল্লেখ্য, গত ১ মে প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ১০ ছাত্রীকে স্থানীয় কিছু বখাটেরা ইভটিজ করে। পরে এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার পারভেজ সহ বড়াইগ্রাম থানায় পৃথক লিখিত অভিযোগও দেয়া হয়। মানববন্ধনে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০