নাটোর প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গার গৃহবধু শরিফা আক্তার ছবির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে নাটোরে মানববন্ধন করেছে বাংলাদেশ স্যাপার ল্যাড স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে বড়াইগ্রাম উপজেলার আহম্মদপুর বাজারে নাটোর-বনপাড়া মহাসড়কে এই মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।
নিহত শরিফা আক্তার ছবি নাটোরে বড়াইগ্রাম উপজেলার কৈডিমা গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে এবং নলডাঙ্গার পিপরুল শেখপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মিল্টন হোসেনের স্ত্রী। মানববন্ধনে বক্তব্য রাখেন জোয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চাঁদ মোহম্মদ, সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা,এলাকাবাসী শাহ আলম,ইসাহাক আলী সহ অন্যান্যরা। এসময় বক্তারা বলেন,ঘটনার প্রায় দুই সপ্তাহ হয়ে গেলেও হত্যাকারীদের কাউকেই এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক।
উল্লেখ্য,গত ২৫ মে শনিবার সকালে বাড়ীর বাথরুমে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় শরিফা আক্তার ছবির মৃতদেহ বাড়ীর বাথরুমে ঝুলতে দেখে পরিবারের লোকজন। পরে বিষয়টি পুলিশকে জানালো পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে । এঘটনায় নিহতের বাবা বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০