নাটোর প্রতিনিধি: নাটোর শহরের উত্তর বড়গাছায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুইটি বসতঘর পুড়ে অন্তত ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রবিবার বিকাল ৪টার দিকে তেবাড়িয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এর সাভু ও আসাদুলের বাড়িতে আগুনের ঘটনা ঘটে।
এলাকাবাসি ও ফায়ারসার্ভিসের কর্মিরা জানান, আজ বিকালে বাড়ির সাভুর ঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। আগুন চারদিকে ছড়িয়ে পড়লে আশেপাশের মানুষ ছুটে আসে। মুহূর্তের মধ্যে পাশের বাড়ির ঘরগুলোতে ও আগুন ছড়িয়ে পড়ে।
এসময় ঘরগুলোতে থাকা ছোট বাচ্ছাকে দ্রুত বের করে নিয়ে আসায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পরে স্থানীয় লোকজন আগুন নিভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে নাটোর ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর আর কোন বাড়িতে আগুন ছড়িয়ে পড়েনি।
এ ঘটনায় ঘরে থাকা মূল্যবান আসবাবপত্র পুড়ে অন্তত ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০