নাটোর প্রতিনিধি: নাটোরের বড়গাছা এলাকার একটি ছাত্রীনীবাসে কেরোসিন স্টোভ বিস্ফোরনে শামিমা, সানজিদা ও ফাতেমা নামে ৩ ছাত্রী অগ্নিদগ্ধ হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে কেরোসিন স্টোভে খিচুড়ি রান্নার সময় এ ঘটনা ঘটে। এরা সবাই নাটোর নবাব সিরাজ উদ দৌলা সরকারী কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়,বৃহস্পতিবার সকালে শামীমা কেরোসিন স্টোভে খিচুড়ি রান্নার সময় তেল ফুরিয়ে যায়। এসময় সানজিদা স্টোভে তেল ঢালার সময় বিস্ফোরন ঘটে। তারা দুইজন অগ্নিদগ্ধ হয়। এসময় তাদের বাঁচাতে এসে ফাতেমা নামে অপর ছাত্রী অগ্নিদগ্ধ হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
পরে অবস্থার অবনতি হলে শামিমা ও সানজিদাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতরা হলেন, গুরুদাসপুর উপজেলার নাজিরপুর এলাকার শামিমা, লালপুর উপজেলার সালামপুর এলাকার সানজিদা ও ফাতেমা একই উপজেলার আব্দুলপুর এলাকার মেয়ে।
খবর২৪ঘণ্টা, জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০