নাটোর প্রতিনিধি।।
নাটোর শহরের বন বেলঘড়িয়া বাইপাস এলাকায় যাত্রীবাহী বাসে তল্লাসী চালিয়ে ৮০ হাজার মার্কিন ডলার সহ মইনুদ্দিন ও রাসের নামে ২ যুবককে আটক করেছে ডিবি।আজ বৃহস্রাপতিবার রাতে নাটোর পুলিশ সুপারের কার্যলয়ে এক সংবাদ ব্রিফিংয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে শহরের বন বেলঘড়িয়া বাইপাস এলাকায় চেকপোস্ট বসিয়ে চাপাইনবাব গঞ্জ থেকে ঢাকাগামী গ্রামীণ ট্রাভেলেসের বাসে তল্লাসী চালায় ডিবি পুলিশ। এসময় ওই ২ জনকে' স্যান্ডেলের সোলের ভেতর বিশেষ ব্যবস্থায় রাখা ডলার গুলো উদ্ধার করা হয়। আটক যুবকদের বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবায়।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০