নাটোর প্রতিনিধি: নাটোরে ৫হাজার পিচ ইয়াবা মজুদ রাখার অপরাধে সেলিম শেখ ওরফে সোহাগকে ১৪বছর কারাদন্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে নাটোর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাইফুর রহমান সিদ্দিক এই রায় দেন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের এপিপি মাসুদ হাসান জানান, ২০১৭সালের পহেলা জানুয়ারী নাটোর শহরের কানাইখালি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় সদর থানা পুলিশ।
এসময় ভবনের মালিক ফরিদ রেজার তিনতলা ভবনের নিচ তলার ভাড়াটিয়া সেলিম শেখ ওরফে সোহাগের কাছ থেকে ৫হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্যে ১৫লাখ টাকা। এ ঘটনায় সদর থানায় মামলা দায়ের করে পুলিশ। মামলায় স্বাক্ষ্য প্রমান শেষে বৃহস্পতিবার দুপুরে সেলিম শেখ ওরফে সোহাগকে ১৪বছর কারাদন্ড দেয় আদালত। এসময় আসামী সেলিম শেখ আদালতে উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা, এমকে
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০