1. abir.rajshahinews@gmail.com : Abir k24 : Abir k24
  2. bulbulob83@gmail.com : bulbul ob : bulbul ob
  3. shihab.shini@gmail.com : Ea Shihab : Ea Shihab
  4. omorfaruk.rc@gmail.com : khobor : khobor 24
  5. k24ghonta@gmail.com : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. omorfaruk.rc@gamail.com : omor faruk : omor faruk
  7. royelkhan700@gmail.com : R khan : R khan
নাটোরে ২০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ১৮ জানয়ারী ২০২৫, ০৯:৫২ পূর্বাহ্ন

নাটোরে ২০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ আগস্ট, ২০১৮

নাটোর প্রতিনিধি:নাটোরের দয়ারামপুর ও আব্দুলপুর রেলষ্টেশন এলাকার বিভিন্ন মাদক স্পটে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রকাশ্যে মাদক সেবন, বিক্রয় ও জুয়া খেলার অপরাধে ২০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৫। সাজাপ্রাপ্তরা হলেন, নাটোর শহরের ষ্টেশন বড়গাছা এলাকার মোঃ সেলিম (৪৫), দক্ষিণ বড়গাছা এলাকার মোঃ খোকন (৩৫), মোঃ রানা (৩৫), কানাইখালী এলাকার মোঃ রকি (২২), মল্লিক হাটি এলাকার মোঃ মিন্টু (৩৮), লালপুর উপজেলার

গোসাইপুর গ্রামের মোঃ রেজাউল (৪৫), মোঃ আঃ আলিম (৫০), দুলু (৪৫), অশোক (৩৫), লালভান (২৫), গনেশ (৫৫), একই উপজেলার ধনঞ্জয়পাড়া এলাকার শাহাবুল (৩২), বাবুল হোসেন বাবু (৩০), বিশ্বনাথ (৪৫), কুকন্দা গ্রামের হাফিজ (৩২), মিলকিপাড়া গ্রামের শাহাদুল (৩৭), যুগিপাড়া গ্রামের সোহাগ (২২), বাচ্ছু (৪০), নাটোর শহরের দক্ষিণ বড়গাছা এলাকার মোঃ জালাল (৪৮), লালপুরের ধনঞ্জয়পাড়া গ্রামের মোঃ আলী হায়দার (৪৫)। এদের মধ্যে পাঁচ জনকে ৬ মাস, ১৪ জনকে এক মাস কওে বিনাশ্রম কারাদন্ডাদেশ এবং একজনকে ৫০০ টাকা জরিমানা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানাননো হয়, র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২,

নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি মোঃ আজমল হোসেন ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল কাদেরের যৌথ নেতৃত্বে র‌্যাবের একটি অপারেশন দল উল্লেখিত সময়ে এসব স্থানে এই অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছে ১০০ গ্রাম গাঁজা ০৯ (নয়) পিস এ্যামফিটামিন ট্যাবলেট, ০৪ সেট প্লেইং কার্ড ও নগদ এগার হাজার পাঁচশত টাকা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে তাদের বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করা হয়। একই সাথে ভ্রাম্যমান আদালতের নির্দেশে আসামীদের জেলা কারাগারে পাঠানো হয়েছে এবং উদ্ধারকৃত আলামত সমূহ ধ্বংস করা হয়েছে।

 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST