নিজস্ব প্রতিবেদক :
কুষ্টিয়ায় ২টি বিদেশী পিস্তল, ৬টি শুটারগান, একটি কাটা রাইফেল ও ৪টি পিস্তলের ম্যাগজিন, পিস্তলের ১০ রাউন্ড গুলি , ১ রাউন্ড শুটারগানের গুলি এবং ৩ রাউন্ড কাটা রাইফেলের গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। র্যাবের হাতে আটক ব্যবসায়ী মেহেরপুর জেলার গাংনী থানার সহাড়াতলা এলাকার আব্দুল শুকুরের ছেলে কাফিরুল (৪০)। র্যাব জানায়, র্যাব-৫, রাজশাহী এর সিপিসি-২, নাটোর ক্যাম্প বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, দৌলতপুর এর তারাগুনিয়া এলাকা হতে বিপুল পরিমান মাদক চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করছে। ক্যাম্পের একটি
আভিযানিক দল র্যাব-৫ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মাহ্ফুজুর রহমান, বিপিএম এরনেতৃত্বে ৯ নভেম্বর সন্ধ্যায় কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন তারাগুনিয়া বাজার হতে কুষ্টিয়াগামী হাইওয়ে রোডের বাম পাশের তারাগুনিয়া পূর্ব পাড়া পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে শীর্ষ অস্ত্র ব্যবসায়ী কাফিরুলকে ২টি বিদেশী পিস্তল, ৬টি শুটারগান, একটি কাটা রাইফেল ও ৪টি পিস্তলের ম্যাগজিন, পিস্তলের ১০ রাউন্ড গুলি , ১ রাউন্ড শুটারগানের গুলি এবং ৩ রাউন্ড কাটা রাইফেলের গুলিসহ আটক করে।
আর/এস
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০