নাটোর প্রতিনিধি: নাটোরের রবিউল ইসলাম (২০) হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুর দিকে জেলা ও দায়রা জজ মোঃ রেজাউল করিম এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন জেলার গুরুদাসপুর উপজেলার রশিদপুর গ্রামের মোঃ জাহাঙ্গীর হোসেনের ছেলে মারুফ হোসেন (২২) ও ফরহাদ হোসেন (১৯)। তাদের মধ্যে ফরহাদ পলাতক।
এ মামলায় তাদের বাবা জাহাঙ্গীর হোসেনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। নিহত রবিউল ইসলাম একই গ্রামের আজিজুল হক ইজ্জলের ছেলে।
নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
গত ২০১৫ সনে এপ্রিল মাসে ২৯ তারিখে রবিউল নিখোঁজ হয় । চার দিন নিখোঁজের পর ২০১৫ মে ০২ তারিখে গুরুদাসপুর বিলের মধ্য রবিউলের লাশ পাওয়া যায় ওই দিনি গুরুদাসপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০