নাটোর প্রতিনিধিঃ নাটোরের তেবারিয়ার যুবলীগ কর্মী আরমান হত্যা মামলায় দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত। বুধবার দুপুরে নাটোরের জেলা ও দায় জজ আদালতের বিচারক রেজাউল করিম এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা শহরের তেবারিয়া এলাকার কালা মিয়ার ছেলে আব্দুল আলীম (৩০) ও সদর উপজেলার রামনগর গ্রামের মোতাহার আলীর ছেলে সুমন হোসেন (৩২)।
নাটোর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ জানান, ২০১৪ সালের ১২ সেপ্টেম্বর বুধবার রাতে আরমান আলীর কয়েকজন সহযোগী তাকে বাড়ী থেকে ডেকে নিয়ে যায়।
পরে সেই রাতে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। ঘটনার দুই দিন পর ওই এলাকার একটি বাঁশ বাগানের ভেতরে আরমান আলীর মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।
এ ঘটনায় নিহতের বাবা আব্দুস সালাম বাবলু মেম্বার বাদী হয়ে ৫জনকে অভিযুক্ত করে নাটোর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে পুলিশ অভিযুক্তদের মধ্যে দুইজনের নামে আদালতে চার্জশিট প্রদান করেন। দীর্ঘদিন মামলার সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে বুধবার আদালতের বিচারক অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
সেই সাথে অভিযুক্তদের ১০ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।
খবর২৪ঘণ্টা,কম/জন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০