নাটোর প্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। রবিবার বিকেল ৪টার দিকে এই দূর্ঘটনা ঘটে।
বাগাতিপাড়া থানার ওসি সিরাজুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন রাজশাহী জেলার আড়ানী এলাকার খালেদ হোসেন রব (৩৩) তার সহধর্মীনি সোনিয়া আক্তার (২৬) এবং ছেলে তাফসীর (৭)।
ওসি সিরাজুল ইসলাম ও প্রত্যক্ষদর্শীরা জানান,রবিবার দুপুরে বাগাতিপাড়া উপজেলার জামনগর কৈচরপাড়ায় আত্মীয়র বাড়িতে বেড়াতে আসে আড়ানীবাজারের জুতা ব্যবসায়ী রব ও তার পরিবার। খাবার শেষে নিজ মোটরসাইকেল চালিয়ে বিকেল চারটার দিকে তারা বাড়ি ফিরছিলেন। পথে একই এলাকার কাটাকুল মোড়ে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি বালি বোঝাই ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
এক প্রশ্নের জবাবে ওসি সিরাজুল ইসলাম দাবী করেন, ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক-হেলপারকে পাওয়া যায়নি। দূর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০