নাটোর প্রতিনিধি: নাটোরের কদম চিলানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৫জন নিহতের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি রিপোর্ট জমা দিয়েছে।
সোমবার দুপুরে নাটোরের জেলা প্রশাসক শাহিনা খাতুনের কাছে তদন্ত রিপোর্ট জমা দেন কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ সাইদুজ্জামান।
এসময় কমিটির অন্য দুই সদস্য বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ, বিআরটিএ এর সহকারী পরিচালক সাইদুর রহমান।
৮পৃষ্টার এই তদন্ত রিপোর্টে লেগুনা চালকের বেপোয়ারা গতিতে দুর্ঘটনার মুল কারন হিসেবে দায়ি করা হয়েছে। পাশাপাশি ঘটনার জন্য লেগুনা ও বাস মালিকে দায়ি করা হয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনা রোধে মোট ১২টি সুপারিশমালা তুলে ধরা হয়েছে।
গত ২৫আগস্ট বনপাড়া-পাবনা মহাসড়কের ক্লিকমোড়ে লেগুনা-বাস মুখোমুখি সংঘর্ষে ১৫জন নিহত হয়। ওই দিনই নাটোর জেলা প্রশাসন ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ সাইদুজ্জামান কে প্রধান করে ৩সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।
খবর২৪ঘণ্টা.কম/জেএন
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০