নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলার হয়বতপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ ৪ জন আহত হয়েছে। পুলিশ জানায়,জেলার বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পারভেজ নিজ এলাকা থেকে সরকারি গাড়িতে জেলা সদরে আসছিলেন।
পথে নাটোর সদর উপজেলার হয়বতপুর এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কে একটি অটো রিকশা ভ্যানকে ধাক্কা দিয়ে গাড়িটি রাস্তার পাশে খাদে উল্টে দুমড়ে মুচরে যায়।এতে উএনও তার গাড়ি চালক,পিয়ন ও ভ্যান চালক ওলিলুর রহমান আহত হয়। এর মধ্যে গুরুতর অবস্থায় ভ্যান চালককে প্রথমে জেলা সদর ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা প্রশাসক শাহিনা খাতুন ঘটনাটি নিশ্চিত করেছেন।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০