নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় উপজেলা প্রাক্তন স্বামী ও তার সন্ত্রাসীদের হাতে নির্যাতিত গৃহবধূ এমিলির হামলাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করে। এসময় পুলিশ মানববন্ধনে বাধা দেয়। মানববন্ধন চলাকালীন সময়ে ওসির নেতৃত্বে পুলিশ সদস্যরা এসে মানববন্ধন পন্ড করে দেয়।
আজ বৃহস্পতিবার দুপুরে এমিলির পরিবার ও এলাকাবাসী উপজেলার সোনাপাতিল এলাকায় মানববন্ধন শুরু করে । এমন সময় এমিলি তার প্রাক্তন স্বামী মারপিটের ঘটনার মামলায় জামিনে এসে তাকে ও তার পরিবারকে হত্যা সহ নানা হুমকি প্রদান করছে।
এ ব্যাপারে থানায় জিডি করলেও তাকে আটক করা হয়নি। এমিলি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে মানববন্ধন শেষের দিকে হঠাৎ-ই সেখানে উপস্থিত হন নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবিরসহ পুলিশ সদস্যরা। এ সময় ওসি বলেন, আসামি জামিনে আছে তাকে পুলিশ কিভাবে আটক করবে, মানববন্ধন করলে আদালতের সামনে গিয়ে করেন। এছাড়া তিনি আসামির পক্ষ নিয়ে গৃহবধূ এমিলির বিরুদ্ধে নানা কথা বলেন। পরে মানববন্ধনটি বন্ধ হয়ে যায়। এ সময় সংবাদকর্মিদের প্রশ্নের মুখে তিনি ঘটনাস্থল ত্যাগ করে চলে যান।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০