নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা মামলায় স্বামী রুবেল হোসেনকে ফাঁসি ও এক লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। আজ মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাঃ ইমদাদুল হক এই আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালে পারিবারিক ভিকটিম ফাতেমা খাতুনের বিয়ে হয় উপজেলার শিবপুর গ্রামের খোকন মুন্সির ছেলে রুবেল হোসেনের সাথে। বিয়ের এক মাসের মাথায় রুবেল হোসেন তার স্ত্রী ফাতেমা খাতুনের কাছে ২লাখ টাকা যৌতুক দাবী করে শারীরিক ও মানিসক নির্যাতন করে।
এরপর ২০১৭সালের ২৬ সেপ্টেম্বর রুবেল হোেসন তার স্ত্রী ফাতেমা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার পর আত্মহত্যা বলে অপপ্রচার চালায়।
এই ঘটনায় ফাতেমা খাতুনের বোন আকলিমা বেগম বাদী হয়ে ৪ জনের বিরুেদ্ধ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে আসমী রুবেল হোসেনের বিরুেদ্ধ চার্জগঠন করে। এরপর দীর্ঘ শুনানী শেষে বিচারক আসামী রুবেল হোসেনর মৃত্যুদন্ড এবং ১ লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করেন। পরে আসামী রুবেল হোসেনেক জেল হাজতে প্রেরণ করা হয়।
এস/আর
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০