নাটোর প্রতিনিধি: নাটোর সদর উপজেলার বিভিন্ন এলাকায় র্যাবের অভিযানে সেমাই ফ্যাক্টরীতে র্যাবের অভিযান ভ্রাম্যমান আদালত ৮০হাজার টাকা জরিমনা করা হয়েছে।
নাটোর র্যাব ক্যাম্প (সিপিসি-২) এর একটি বিশেষ অপারেশন দল মঙ্গলবার বিকেল থেকে রাত অবধি জেলার সদর উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মোড়কের গায়ে উৎপাদনের তারিখ, প্যাকেট জাত করণের তারিখ, মেয়াদ উর্ত্তীর্ণের তারিখ, ওজন এবং মূল্য স্পষ্টভাবে লিপিবদ্ধ না করার অপরাধে তেবাড়িয়া এলাকার আব্দুর রাজ্জাক মন্ডলের ছেলে ফেন্সি ফ্যাক্টরীর মালিক মোঃ আবুল কালাম আজাদ, শহরের মল্লিকহাটি এলাকার মামুন ফ্যাক্টরীর মালিক মোঃ আব্দুস সালাম, মল্লিকহাটি এলাকার পব মৃধা ছেলে নাদিম ফ্যাক্টরীর মালিক মোঃ শহিদুল ইসলাম কে আটক করা হয়।
নাটোর সদর উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু হাসান এর ভ্রাম্যমান আদালত পরিচালনা পূর্বক উক্ত ফেন্সি ফ্যাক্টরীকে ৩০ হাজার টাকা, মামুন ফ্যাক্টরীকে ৩০ হাজার টাকা, নাদিম ফ্যাক্টরীকে ২০ হাজার টাকা সর্বমোট ৮০ হাজার টাকা জরিমানা করেন।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০