নাটোর প্রতিনিধি: নাটোরে সেনাবাহিনীর সদস্যরা সচেতনতা সৃষ্টিতে শহরের বিভিন্ন গুরুত্বপুর্ন স্থানে জিবানুনাশক ঔষধ স্প্রে করছে । আজ শুক্রবার সকাল থেকেই শহরের বিভিন্ন স্থান টহল দিতে শুরু করেছে সেনা সদস্যরা। এছাড়াও সেনা বাহিনীর সদস্যরা করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে কেন্দ্রীয় মসজিদের ভিতরে বাহিরে ,সদর হাসপাতাল সহ বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে জিবানুনাশক স্প্রে করেন এবং জেলার বিভিন্ন সড়কে জিবানুনাশক ঔষধ দিয়ে পরিস্কার করেন।
নাটোরের জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ জানান, কোথাও যেন জনসমাগম না হয় সেদিকে লক্ষ রাখছে প্রশাসন । অযথা বাড়ির বাহিরে যেন বের না হয়ে বাড়িতে অবস্থান করে সে বিষয়ে প্রশাসনের নজরদারি করছেন। মানুষকে করোনা ভাইরাস সম্পর্কে অবগত করা হচ্ছে। সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে জনগণকে বাড়িতে নিজে নিরাপদে থাকার ও অপরকে নিরাপদে রাখার পরামর্শ দিচ্ছেন। স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করেই সেনা সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন। জেলা প্রশাসনের ১৩ টি ভ্রাম্যমান আদালত জেলার বিভিন্ন উপজেলায় কাজ করছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০