নাটোর প্রতিনিধি:নাটোরের বড়াইগ্রামে সাত বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টা মামলায় তার চাচাতো ভাই মনিরুল ইসলামকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এর আগে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়। মনিরুল ইসলাম উপজেলার তিরাইল গ্রামের আব্দুল আওয়ালের ছেলে।
স্থানীয়রা জানান, গত শুক্রবার বাড়ির সদস্যরা বাড়ির বিভিন্ন কাজে ব্যস্ত থাকার সুযোগে মনিরুল চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে তার চাচাতো বোনকে নিজ ঘরে ডেকে নেয়। পরে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় শিশুটির চিৎকারে স্বজনরা এগিয়ে এলে মনিরুল পালিয়ে যায়। পরবর্তীতে থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করার পর পুলিশ মনিরুলকে আটক করে।
বড়াইগ্রাম থানার ওসি দিলিপ কুমার দাস জানান, থানায় এ ব্যাপারে মামলা এজাহারভুক্ত করা হয়েছে এবং আসামী মনিরুলকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০