নাটোর প্রতিনিধি: নাটোরকে শতভাগ স্কাউট জেলা ঘোষণার অনুষ্ঠানে প্রচন্ড রোদ ও গরমে অসুস্থ হয়ে শিক্ষক-ছাত্রীসহ ৪জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থরা হলেন- বাগাতিপাড়া গার্লস হাইস্কুলের শারীরিক শিক্ষার শিক্ষিকা আইভী রহমান ও পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ নুর-উন-নবী এবং নাটোর সদর উপজেলার দুই জন ছাত্রী। তাদের নাম এখনও জানা যায়নি।
জানা যায়, শনিবার সকালে প্রধানমন্ত্রীর এসডিজি বিষয়ক মূখ্য কর্মকর্তা আবুল কালাম আজাদের উপস্থিতিতে নাটোরকে দেশের দ্বিতীয় শতভাগ স্কাউট জেলা ঘোষণা করার কর্মসূচী নেয়া হয়। সকাল ৮.৩০মিনিট থেকেই ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা অবস্থান নেয় স্টেডিয়ামে। এসময় মাঠের মধ্যে ছাত্র-ছাত্রীদের বসার জন্য সামান্য একটা জায়গাতে শামিয়ানা থাকল্ওে পুরো মাঠ জুরে ছিল ছাত্র-ছাত্রদের অবস্থান। এতে অংশগ্রহন করেন প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন ¯কুলের ছাত্র-ছাত্রী ও গালর্স গাইডের শিক্ষকগন। ছাত্র-ছাত্রীদের দুপুরে নাস্তা দেওয়া হয় রুটি, কলা ও পানির বোতল। প্রচন্ড রোদ আর গরমে সকাল থেকে দুপুর পর্যন্ত দীর্ঘসময় কয়েক হাজার শিক্ষার্থী মাঠে অবস্থান করে। এদের মধ্যে দুই জন ছাত্রী সকাল সাড়ে ৯টার কিছু পর অসুস্থ হয়ে পড়ে। এসময় ফায়ার সার্ভিস কর্মীরা ওই দুজনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পৌছে দেয়।
অপরদিকে, বেলা সাড়ে ১১টার দিকে অতিথিরা ডিসপ্লে উপভোগের করছে এময় সময় অসুস্থ হয়ে পড়েন বাগাতিপাড়া গার্লস হাইস্কুলের শারীরিক শিক্ষার শিক্ষিকা আইভী রহমান ও পেড়াবাড়িয়া দাখিল মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ নুর-উন-নবী। তাদের উদ্ধার করে অটোরিক্সাযোগে নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়।
নূরপুর মালঞ্চি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেলাল হোসেন জানান, প্রচন্ড রোদের মধ্যে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে অবস্থায় করায় শিক্ষক আইভি রহমান ও নুর-উন-নবী অসুস্থ হয়ে পড়লে তাদেরকে মাঠের এক কোনে এনে রাখা হয়। পরে একটি অটোরিক্সা ডেকে হাসপাতালে পাঠানো হয়।
নাটোর আধুনিক সদর হাসপাতালের আরএমও মাহবুবুর রহমান জানান, প্রচন্ড তাবদাহের ঘটনায় ২ছাত্রীসহ বেশ কয়েক জনকে চিকিৎসা দেয়া হয়েছে হাসপাতাল থেকে। চিকিৎসা শেষে তাদের পাঠিয়ে দেয়া হয়েছে।
জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রচন্ড তাবদাহের কারনেই এমনটা হয়েছে। তাদের সদর হাসপাতালে পাঠানো হয়েছে । সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।
তবে অনুষ্ঠানে অধিকাংশ শিক্ষক ও শিক্ষার্থীরা অভিযোগ করেন, তীব্র গরমেও অনুষ্ঠান সংক্ষিপ্ত না করে দীর্ঘায়িত করার কারণে এমন ঘটনা ঘটেছে।
খবর ২৪ঘণ্টা/ নই
উপদেষ্টা সম্পাদক: নজরুল ইসলাম জুলু, প্রকাশক ও সম্পাদক : নাজমুল ইসলাম জিম, অফিস : আর,ডি,এ মার্কেট ২য় তলা,সাহেব বাজার, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী। ই-মেইল:- [email protected], মোবাইল: ০১৭১১-৯৪৩৪৭১, ০১৭১৫০৫৭৪৪০